আমি স্বপ্নচারী, স্বপ্ন দেখতে ভালবাসি। আমি স্বপ্ন দেখি আজকের দিনটি শুধুই আমার, কিন্তু তা আমার হয় না। দিগন্তে চোখ রাখতে গিয়ে দেখি আমার কাজের সময় হয়ে গেছে, ইচ্ছাটা ইচ্ছাই থেকে যায়, বাস্তবায়িত হয়না। আমি দূর আকাশে চোখ রাখি। মন চায় ঐ আকাশের মতই মহৎ হতে, কিন্তু নিষ্ঠুর এই পৃথিবীর খপ্পরে পরে আমিও আজ নিষ্ঠুর, পাষণ্ডও... আমার সবাইকে ভালবাসতে ইচ্ছা করে, কিন্তু আমি এত সব প্রতারকদের মাঝে থেকে নিজেকেও ওদের প্রতিবিম্ব হিসেবেই দেখতে পাই। আজ আমি খুব নির্দয়, কোন ভিক্ষুককে দেখলে আর আমার তাকে সাহায্য করতে ইচ্ছা করে না, কারন আমি দেখেছি ভিক্ষুক সেজে মানুষকে প্রতারিত করে নিজে অনেক ধনী বনে যাওয়া লোক... নিজের চোখকেও আজ বিশ্বাস করতে পারিনা, কারন আমি দেখেছি আমার চোখের সামনে খুন করে খুনি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে নিরপরাধী সেজে।
আজ আমি স্বপ্ন দেখতে পারিনা, পারিনা একটা ভাল কথা চিন্তা করতে। আজ আমি হারিয়ে গেছি এই দেশের হাজার হাজার স্বার্থপর মানুষের মাঝে। এখন আমার পরিচয়য়, আমিও ওদের মতই একজন স্বার্থপর মানুষ। আমি এমন ছিলাম না, অবশ্যই আমি এভাবে জন্ম নেই নি... আমাকে সৃষ্টিকর্তা অনেক পবিত্র একজন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেমনটি সবাইকে পাঠায়। তাহলে আমি আজ এমন কেন???
আজ আমার বাইরে বেরুতে ভয় হয়। জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে রাস্তায় বের হই নিজের দৈনন্দিন কাজ করতে। সব সময় ভাবি এই বুঝি আরেকটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আমার প্রাণ, এই বুঝি কোন সন্ত্রাসীর হামলায় সব কিছু হারিয়ে লাশ হয়ে পরে রইব কোন এক ড্রেনের ধারে। এই বুঝি পুলিশের শিকার হয়ে পরে থাকব রাজপথে।
আমরা নাকি স্বাধীন দেশে বাস করি??? এই আমাদের স্বাধীনতা??? আমার এই কথাগুলো সব সময় সবার মনেই কেন গেঁথে রাখতে হবে??? কেন আমাদের ঘরের বাইরে যেতে হবে মৃত্যুকে হাতে করে??? এই কুত্তার বাচ্চা সরকার আর বিরধীদলের কত নির্যাতন আমরা মুখ বুজে সহ্য করবো??? কারো কি একটুও অস্বস্তি বোধ হয়না??? আমি তো আর নিঃশ্বাস নিতে পারি না। অনেক হইছে, এইবার এই কুত্তার বাচ্চাগুলাকে ওদের ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেবার সময় হয়েছে। আসুন, ঐক্যবদ্ধ হই, মুখ বুজে সব সহ্য না করে নিজেদের জীবনের বিনিময়ে হলেও দেশটাকে এইসব কুত্তার হাত থেকে রক্ষা করি। আসুন, একটু সচেতন হই। একদিনতো তারেক মাসুদের মত আমদেরও মরতে হবে, সেটা যদি হয় দেশকে বাচাতে গিয়ে, তাহলে ক্ষতি কি??? আসুন না একটিবার চেষ্টা করে দেখি!!! জনগণের মুক্তির জন্য আরেকটি মুক্তির সংগ্রাম খুবই প্রয়োজন, এবং তা এখনই।
আসুন, আমাদের মাকে বাচাতে এগিয়ে আসি... এখনই...
আজ আমি স্বপ্ন দেখতে পারিনা, পারিনা একটা ভাল কথা চিন্তা করতে। আজ আমি হারিয়ে গেছি এই দেশের হাজার হাজার স্বার্থপর মানুষের মাঝে। এখন আমার পরিচয়য়, আমিও ওদের মতই একজন স্বার্থপর মানুষ। আমি এমন ছিলাম না, অবশ্যই আমি এভাবে জন্ম নেই নি... আমাকে সৃষ্টিকর্তা অনেক পবিত্র একজন মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেমনটি সবাইকে পাঠায়। তাহলে আমি আজ এমন কেন???
আজ আমার বাইরে বেরুতে ভয় হয়। জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে রাস্তায় বের হই নিজের দৈনন্দিন কাজ করতে। সব সময় ভাবি এই বুঝি আরেকটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আমার প্রাণ, এই বুঝি কোন সন্ত্রাসীর হামলায় সব কিছু হারিয়ে লাশ হয়ে পরে রইব কোন এক ড্রেনের ধারে। এই বুঝি পুলিশের শিকার হয়ে পরে থাকব রাজপথে।
আমরা নাকি স্বাধীন দেশে বাস করি??? এই আমাদের স্বাধীনতা??? আমার এই কথাগুলো সব সময় সবার মনেই কেন গেঁথে রাখতে হবে??? কেন আমাদের ঘরের বাইরে যেতে হবে মৃত্যুকে হাতে করে??? এই কুত্তার বাচ্চা সরকার আর বিরধীদলের কত নির্যাতন আমরা মুখ বুজে সহ্য করবো??? কারো কি একটুও অস্বস্তি বোধ হয়না??? আমি তো আর নিঃশ্বাস নিতে পারি না। অনেক হইছে, এইবার এই কুত্তার বাচ্চাগুলাকে ওদের ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেবার সময় হয়েছে। আসুন, ঐক্যবদ্ধ হই, মুখ বুজে সব সহ্য না করে নিজেদের জীবনের বিনিময়ে হলেও দেশটাকে এইসব কুত্তার হাত থেকে রক্ষা করি। আসুন, একটু সচেতন হই। একদিনতো তারেক মাসুদের মত আমদেরও মরতে হবে, সেটা যদি হয় দেশকে বাচাতে গিয়ে, তাহলে ক্ষতি কি??? আসুন না একটিবার চেষ্টা করে দেখি!!! জনগণের মুক্তির জন্য আরেকটি মুক্তির সংগ্রাম খুবই প্রয়োজন, এবং তা এখনই।
আসুন, আমাদের মাকে বাচাতে এগিয়ে আসি... এখনই...